জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের করিম নগর গ্রামে পুকুরের পানিতে ডুবে লামিয়া নামে ৪ বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া একই এলাকার সেলিম ইসলামের মেয়ে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর জাহান ।
এলাকাবাসী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রোববার সকালের দিকে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে শিশু লামিয়া ফুল নিয়ে খেলা করছিল। ধারনা করা হচ্ছে খেলার একটা সময় শিশুটি পুকুর পাড়ের গাছ থেকে ফুল তুলতে গিয়ে পুকুরে ডুবে যায়।
পরে শিশুটির পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। এরই এক পর্যায়ে দুপুরের দিকে পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিক জেলা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঢা/এসডিএস/এসআর