লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির করোনা মুক্তির জন্য লালমনিরহাটে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে এই বিশেষ দোয়ার আয়োজন করেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।
এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও এই বিশেষ দেয়া মাহফিল করা হয়।
জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়ায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলী। দোয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যানের আশু রোগমুক্তি কামনা করে দ্রæত সুস্থ্যতার জন্য প্রার্থনা করা হয়।
উল্লেখ্য গত ১২ জানুয়ারি করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর থেকেই নিজ বাসায় আইসোলোসনে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
ঢা/আরআইআর/এসআর
(Visited 24 times, 1 visits today)