জামালপুর প্রতিনিধি: জামালপুরের সাত উপজেলায় হোম কোয়ারেন্টাইনে ৫১ জন। বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া মেলান্দহের ঝাউগড়ায় বিদেশফেরত একজনকে হোম কোয়ারেন্টাইনে না থাকার কারণে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামীনের আদালত।
ওই বিদেশফেরত ব্যক্তিকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেওয়া হয়।
জামালপুর সিভিল সার্জনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ২২ জন করোনা ভাইরাস সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
সাত উপজেলার মধ্যে বিদেশফেরত সন্দেহভাজনের সংখ্যা সদরে ৯, মাদারগঞ্জ ১৭, বকশিগঞ্জ ৯, দেওয়ানগঞ্জ ৭, মেলান্দহ ১, ইসলামপুর ৫ জন ও সরিষাবাড়ীতে ৩ জন রয়েছে।
এদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ঢা/আরএইচ/আরকেএস