জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে সাধুপুর গ্রামে রেজাউল করিম (১৭) নামে এক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত সন্ধ্যা রাতে নিজ ঘরের ধর্নার সাথে রশিতে ঝুলতে দেখে চিৎকার দেয় পরিবারে সদস্যরা। এলাকাবাসি দ্রুত রেজাউলকে হাসপাতালে নিলে ডা. সাইদা সুলতানা সুচি মৃত ঘোষণা করেন।
রেজাউল (১৭) সাধুপুর গ্রামের বজেল মন্ডলের ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা বলেন, কিছু দিন আগে এক মেয়ের প্রেমে পড়ে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ। পরে গ্রাম্য সালিশে বিষয়টি নিষ্পত্তি হয়। আত্মহত্যার আগে প্রেমিকার বিয়ের খবর পেয়ে বিচলিত হয়ে পড়ছিল রেজাউল।
ওসি তদন্ত আঃ মজিদ জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঢা/আরএইচএন/এসআর
(Visited 711 times, 1 visits today)