ঢাকা১৮ প্রতিবেদক: আগামী জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে সরকার। নতুন বছরে শিক্ষকদের এ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩ নভেম্বর) রাতে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন ।
তিনি জানান, নববর্ষের উপহার হিসেবে আগামী জানুয়ারি মাস থেকেই ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতনভাতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। সে লক্ষ্যেই কাজ চলছে। আশা করছি আগামী জানুয়ারি মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠাতে পারবো।
(Visited 907 times, 1 visits today)