ঢাকা১৮ ডেস্ক : শোক দিবস ২০২০ উদযাপনে ষোল আনা বাঙ্গালী’র উদ্যোগে “বঙ্গবন্ধুর স্টিমার যাত্রা ও কীর্তিময় জীবন” শীর্ষক আলোচনা ও ভক্তি মূলক ভাবগীত পরিবেশন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত লালন চর্চা কেন্দ্রে এ আয়োজন করা হয়।
মোঃ ওসমান গনি শাহ চিশতীর সঞ্চালনা আয়োজনে আলোচনা করেন বিশিষ্ট লালন অনুরাগী সাধুগুরু ফকির সাত্তার শাহ, ষোল আনা বাঙ্গালী’র শুভেচ্ছা দূত ও বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিসি এর জনসংযোগ কর্মকর্তা জনাব নজরুল ইসলাম মিশা।
আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা। প্রত্যেকটি মানুষেরই বঙ্গবন্ধুর কীর্তিময় জীবন জানা এবং অনুসরণ করা প্রয়োজন।
আলোচনার পর ভক্তিমূলক গান পরিবেশন করেন শাহিদুল ইসলাম নাহিদ, আনোয়ার হোসেন মীরু, লিনটাস হিউবার্ট পেরেরা, তানভীর হাসান বাপ্পি, নাজমুল মুরসালিন অভয়, সাত্তার ফকির, আশরাফুল আলম সবুজ, কাজী রিবন প্রমুখ।
ঢা/আরকেএস