বিনোদন ডেস্ক: বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও চলছে করোনা টিকা প্রদান কর্মসূচি। টিকার নেওয়ার পরে ঢাকাই সিনেমার কিংবদন্তি ববিতা কানাডায় বসবাস তার ছেলেকেও দেশে ফিরে টিকা নেয়ার পরামর্শ দিলেন।
বুধবার (৩ মার্চ) সকাল ৯টায় রাজধানী মহাখালীর বক্ষব্যাধী হাসপাতালে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ববিতা।
ববিতা করোনার টিকা নেয়ার পর কানাডায় অবস্থানরত তার ছেলে অনীক ইসলাম মাকে বলেন, ‘তুমি ঢাকাতে বসেই এর মধ্যে টিকা পেয়ে গেলে, আমাদের এখানে (কানাডা) তো টিকার খবর নেই।
উত্তরে ছেলেকে ববিতা বলেন, ‘তুমি ঢাকা এসে টিকা নিয়ে নাও, এরপর আবার কানাডায় যেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ববিতা বলেন, ‘টিকা নেয়া আমাদের নাগরিক দায়িত্ব। দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
ঢা/এসআর
(Visited 24 times, 1 visits today)