চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার হানুরবাড়াদী থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে গাঁজা উদ্ধার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধিদফতর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী কাজী পাড়ার মৃত আনছার আলীর ছেলে শাহীনের বাড়ি অভিযান চালানো হয়।
এসময় শাহীন পালিয়ে গেলেও তার বাড়ী থেকে ১৯ কেজি গ্যাজা উদ্ধার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢা/কেএস/এসআর
(Visited 55 times, 1 visits today)