ঢাকা১৮ প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীর সোনালী ব্যাংকে দিনদুপুরে ডাকাতি হয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে হেলমেট পরা এক দল ডাকাত প্রহরীসহ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে এ লুটতরাজ চালায়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন, রোববার দুপুর ১টা ৫ মিনিটে হেলমেট পরা কয়েকজন অস্ত্রধারী ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে প্রায় আট লাখ টাকা লুট করে চলে যায়। ডাকাত দলের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এর আগে ব্যাংকে ঢুকেই তারা কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মোবাইল ফোন কেড়ে নেয়।
জানা যায়, খবর পেয়ে পুলিশ প্রশাসন ও বিজিবির বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আরো জানা যায়, ব্যাংকটিতে সিসিটিভি ছিল না। যা একটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ঢা/আইএইচই