ঢাকা১৮ ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারও চাঁদপুরসহ দেশের শতাধিক গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে আজ পালিত হচ্ছে ঈদ। কিন্তু বেশিরভাগ এলাকাতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা। এছাড়া মাদারীপুরের ৩০টি, বরিশাল, চাঁদপুরের ৫০টি এবং দিনাজপুরের ৪টি উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদ উদযাপন করা হচ্ছে।
লক্ষ্মীপুরের বেশ কয়েকটি পরিবারও আজ ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়াও রাজধানীর মালিবাগ এলাকার বেশ কয়েকটি পরিবার ঈদুল ফিতর পালন করছেন।
ঢা/কেএম
(Visited 82 times, 1 visits today)