ঢাকা১৮ ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান এ তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার কারণে আটকে থাকা পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সম্পূর্ণ করতে পারবে। এ বিষয়ে চবি উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
এসএম মনিরুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা সশরীরে নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। এইচএসসির রেজাল্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি কমিটি।
ঢা/আইএইচই
(Visited 34 times, 1 visits today)