চট্টগ্রাম প্রতিনিধি: বন্দরনগরী চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন সন্ধ্যা ৬ টার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকান, ভাসমান অস্থায়ী মার্কেট সহ সাধারণ মানুষের গণজমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার (৫ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ জারি করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক গনমাধ্যমে জানান, সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় আড্ডা বসছে। অলিতিগলিতে জনসমাগম হচ্ছে। যার কারণে করোনাভাইরাস সংক্রমণ খুব দ্রুত গতিতে বেড়ে চলছে।
এ অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত নগরীতে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার আদেশ দেয়া হয়েছে। তবে মানুষের প্রয়োজনের কথা ভেবে এ সময় শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখতে পারবে।
সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ও রোগীর সংখ্যা লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এরপর সেই ছুটি দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে।
ঢা/ডিআই/আরকেএস