নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চাকতাই ভেড়ামার্কেট এলাকায় বস্তিতে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে আটটি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।
বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, মৃতরা আগুন লাগার সময় ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে।
(Visited 81 times, 1 visits today)