চট্টগ্রাম প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে দেশের সংস্কৃতি বিকাশের অন্যতম মাধ্যম ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা স্থগিত করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শতবর্ষ ধরে চলে আসা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বলি খেলার ১১১তম আসর আয়োজনের প্রস্তুতি নিয়েছিল মেলা কমিটি।
মেলা কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী দেশে বৈশাখী উৎসবসহ সব অনুষ্ঠান বাতিল করেছেন। মানুষের এ মহাদুর্যোগের সময়ে মেলা কমিটি আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল) বলীখেলা ও মেলাসহ সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে।
উল্লেখ্য, জব্বারের বলি খেলা এক ধরনের কুস্তি। যা চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতি বছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হয়।চট্টগ্রামের ভাষায় এই খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় ‘বলি’।
শত বছরের ঐতিহ্য হিসেবে চট্টগ্রাম থেকে শুরু করে সারাদেশের মানুষের কাছে এই খেলা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে।
১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই খেলার প্রচলন শুরু করেন। তাই তার নাম অনুসারে এই খেলাটি ‘জব্বারের বলি’ খেলা হিসেবে পরিচিত।
ঢা/ডিআই/আরকেএস