ময়মনসিংহপ্রতিনিধি: “গাছ লাগাই জীবন বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
রোববার (১২ জুলাই) সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সাকচুড়া উচ্চবিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান, যুগ্ন আহবায়ক সারওয়ার জাহান কবির, হাবিব জিহাদ, নবী হোসেন রাতুল, কলেজ শাখা ছাত্রলীগ নেতা রিভান, সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে আজ এই বৃক্ষরোপণ করা হয়।
পাঁচবাগ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের ও সংসদ সদস্যের নির্দেশে ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।
ঢা/টিএ/আরকেএস