ঢাকা১৮ প্রতিবেদক: অবাধ্যতা, গুরুতর অসদাচারণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসন বিরোধী কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষককে চূড়ান্তভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বরখাস্ত শিক্ষক হলেন,— বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল। অপসারণকৃত শিক্ষক দুজন হলেন— ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্র আন্দোলন চলাকালে ২ ছাত্র ২ জন শিক্ষকের পথ আটকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সে কারণে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ইমামুল ইসলামকে ২ বছর এবং বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের মোবারক হোসেন নোমানকে ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
ঢা/এসআর