আন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টিভি, রেডিও অন্যতম শীর্ষ উপস্থাপক কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং আর নেই। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ১৯৭০ এর দশকে মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম নামক একটি বাণিজ্যিক বেতারে ‘দ্য ল্যারি কিং শোর মাধ্যমে প্রথম বিখ্যাত হয়ে ওঠেন।
শনিবার (২৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের সিডার সিনাই মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ল্যারি কিংয়ের প্রতিষ্ঠিত মিডিয়া কোম্পানি ‘ওরা মিডিয়া’ টুইটারে এক টুইটের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ল্যারি কিং দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ২৫ বছর সিএনএনে নিজের টকশো অনুষ্ঠান উপস্থাপনা করেন। তিনি টকশোর পাশাপাশি ইউএসএ টুডে পত্রিকায় ২০ বছরের অধিক সময় কলাম লিখেছেন।
ঢা/এসআর
(Visited 12 times, 1 visits today)