আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের রকেট হামলায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছে।কাবুলের মধ্য ও উত্তরাংশের একাধিক এলাকা এবং ব্যাপক নিরাপত্তা বেষ্টিত গ্রিনজোনের ভেতর ও বাইরে শনিবার সকাল নয়টার আগে এসব হামলা চালানো হয়।
গ্রিনজোন এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অবস্থিত।
গ্রিনজোনের বাইরে কাছাকাছি স্থানে অবস্থিত ইরান দূতাবাস টুইটারে জানিয়েছে, তাদের দূতাবাসের প্রধান ভবনেও রকেট হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এ হামলার জন্যে তালেবানকে দায়ী করে বলেছেন, মোট ২৩টি রকেট হামলা চালানো হয়েছে।
এতে ৮ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
(Visited 29 times, 1 visits today)