স্পোর্টস ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের টিকা নিলেন ৮০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। এরমধ্যে ব্রাজিলে করোনা ভ্যাকসিনের ৮.৪৭ মিলিয়ন ডোজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) পেলে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন।
টিকা নেওয়ার পরে কিংবদন্তি পেলে লিখেছেন, আমি ভ্যাকসিন নিলাম, আজকের দিনটা ভোলার নয়। প্লিজ হাত ধোয়া জারি রাখুন এবং সম্ভব হলে ঘরেই থাকুন। যদি বাইরে যেতেই হয়, মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না। আমরা যদি একে অন্যের বিষয় নিয়ে ভাবি এবং সাহায্য করি তবেই এটা সম্ভব। ’
পরিসংখ্যান অনুযায়ী করোনায় আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। যা এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৮৪৫ শণাক্ত ও মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৬২ জনের।
ঢা/এসআর
(Visited 25 times, 1 visits today)