ঢাকা১৮ প্রতিবেদক: নোয়াখালীতে নির্যাতনের শিকার সেই নারীকে বছর খানেক আগেও দুইবার ধর্ষণ করেছিল দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার । ভুক্তভোগী ওই নারী রাতের বেলায় তখন বাবার বাড়িতে একা ছিল। দেলোয়ারের সঙ্গে আরেক আসামি কালামও তাকে ধর্ষণ করেছে।
মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত পরিচালক মাহমুদ ফায়জুল কবির মঙ্গলবার ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে নোয়াখালী জেলা জজ আদালতের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য জানান।
এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একলাসপুর ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮) ও মামলার পাঁচ নম্বর আসামি পূর্ব একলাসপুর গ্রামের সাজু (২১)। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চারজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হলো।
(Visited 61 times, 1 visits today)