ঢাকা১৮ প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৫ জন। আর মারা গেছেন ২৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ৫ হাজার ৭২৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৭০৪ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতরের শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১০ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৭ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৭৮ দশমিক ৫৬ শতাংশ এবং মারা গেছেন এক দশমিক ৪৬ শতাংশ।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।
ঢা/আইএইচই
(Visited 37 times, 1 visits today)