ঢাকা১৮ প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) এর মাধ্যমে এ ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে।
উপ-নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। ২১৭ কেন্দ্রের মধ্যে ১৫০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থীর চেয়ে ৪০ হাজার ২৩৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রার্থী।
১৫০ কেন্দ্রে নৌকা প্রতীকের মোহাম্মদ হাবিব হাসান পেয়েছেন ৪৪ হাজার ১৪ ভোট। আর বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৮০ ভোট। ফলে আওয়ামী লীগের প্রার্থীর জয় অনেকটা নিশ্চিত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্বাচনী কন্ট্রোলরুম থেকে নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন এ তথ্য জানান।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। ঢাকা-১৮ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।
নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ হাবিব হাসান ও ধানের শীষ প্রতীকে এম জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঢা/আইএইচই