ঢাকা১৮ প্রতিবেদকঃ ঢাকার আদর্শ বসবাস উপযোগী শহর উত্তরার ৪নং সেক্টরে চালু হলো স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট হাউজ ‘ইউনিক’।
ইউনিক এর পরিসেবা অথবা সার্ভিসগুলো হলোঃ ইভেন্ট ম্যানেজমেন্ট – ওয়েডিং, কর্পোরেট ও অন্যান্য, ফটো ও ভিডিওগ্রাফি, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সংক্রান্ত সকল কিছু।
প্রতিবেদকের সাথে আলাপকালে ‘ইউনিক’ প্রতিষ্ঠানটির পরিচালক শফিউল্লাহ কাওছার বলেনঃ পৃথিবীর সভ্য ও উন্নত সকল দেশের সাথে বর্তমানের বাংলাদেশ সমান তালে এগিয়ে আছে যেকোন সেক্টরে; হোক তা – মানুষের জীবনমান কিংবা চিন্তা চেতনায়; সকল কিছুতেই।
আর এজন্যই বাংলাদেশের মানুষের অধুনা রুচিবোধও ব্যাপক উন্নতি ঘটেছে, আমরা সেই চিন্তা থেকেই ‘ইউনিক’ হাউজটি চালু করেছি মানুষের রুচিসম্পন্ন চাহিদাগুলোকে সর্বোচ্চ মানের মাধ্যমে সেবা দিয়ে নিশ্চিত করতে। এবং ইতিমধ্যে আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করে ভালো সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ্ ভবিষ্যতেও সেই ধারা চলমান থাকবে।
উল্লেখ্য, ইউনিক হাউজটির স্বত্বাধীকারিগণ ও এখানে কর্মরত সকল ডিজাইনারদের ব্যাকগ্রাউন্ড ফ্যাশন ডিজাইনিং সম্পর্কিত এবং তারা সকলেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
‘ইউনিক’ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটির যোগাযোগের জন্য ঠিকানাঃ সেক্টর-০৪, রোড-০৭, বাড়ি নং-১৭, উত্তরা, ঢাকা।
টেলিফোন নং- ০২ ৪৮৯৫৫৫৫৭৯, মোবাইল নং- ০১৯৯৭ ০৪৮২২২, ০১৮৬৮ ০৯৪২০৫
ওয়েবসাইটঃ www.uniqueeventsbd.com
ফেসবুকঃ fb.com/uniqueeventsbd
ইমেইলঃ hello@uniqueeventsbd.com
[ঢা-এফএ]