ঢাকা১৮ প্রতিবেদক: মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার খবরটি মিথ্যা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমনটি বলা হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয় গত ২৯ নভেম্বর, দৈনিক ইনকিলাব পত্রিকায় ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত’ শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈশা শাহেদী শিক্ষামন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়া হবে, যা ভিত্তিহীন ও গুজব।
এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধও করেছে শিক্ষা মন্ত্রণালয়।
(Visited 157 times, 1 visits today)