ঢাকা১৮ প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবি বা সোমবার ঘোষণা করা হবে। এবারের পৌরসভার নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ইতিমধ্যেই পৌরসভার প্রথম ধাপের নির্বাচনের নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কমিশনের এ সিনিয়র সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৃহস্পতিবার না হলে রোববার প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ঢা/আইএইচই
(Visited 84 times, 1 visits today)