স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে পেরুভিয়ানদের মাঠ লিমায় দলের এমন জয়ের পর প্রশংসা করে লিওনেল মেসি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ২-০ গোলে জয় পায় লিওনেল স্কালোনির শিষ্যরা। যেখানে প্রথমার্ধে নিকোলাস গনসালেস ও লাওতারো মার্তিনেসের গোলে নিশ্চিত হয় আলবিসেলেস্তাদের জয়। এরইমধ্যে বাছাইপর্বের ৪ ম্যাচের তিনটিতেই জিতেছে আর্জেন্টিনা।
এর আগে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বাজেভাবে ড্র করেছিল আর্জেন্টিনা। তবে পেরুর বিপক্ষে এমন পারফরম্যান্সে খুশি তিনি।
মেসি বলেন, এমন জয়ে খুশি, আমাদের এটি দরকার ছিল। এদিন শুরু থেকেই আমরা দারুণ খেলেছি। গোল এসেছে এবং আমরা অনেক সুযোগ তৈরি করেছি।
পেরুর বিপক্ষে এ ম্যাচের মধ্যদিয়ে আর্জেন্টিনার জার্সিতে নিজের ১৪২তম ম্যাচ খেলেছেন মেসি। তিনি এখন দক্ষিণ আমেরিকান ফুটবলারদের মধ্যে ব্রাজিল গ্রেট কাফুর সঙ্গে যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়।
ঢা/আইএইচই