নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২১ জনে। আক্রান্তদের ৫০ ভাগই ঢাকার। এরমধ্যে মৃত্যু হয়েছে নতুন করে ৪ জনের। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। সেই সাথে নতুন করে ৪ জেলায় করোনার রোগী শনাক্ত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘন্টায় ১৭টি জায়গায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩৪০ জনের। এছাড়া ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, লালমনিরহাট, এবং ঝালকাঠি এই জেলায় করোনা ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তেই থাকে মৃত ও আক্রান্তের সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২১। মারা গেছেন ৩৪ জন।
ঢা/এফএইচপি