ঢাকা১৮ ডেস্ক: আগের থেকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমিত পরিসরে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল করতে পারবে আগামী ৩০ জুন পর্যন্ত। এক্ষেত্রে সাবধানতা নিশ্চিত করতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনা সংক্রমণ ঠেকাতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুনের পর আবারো ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে বাড়িয়ে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, অনুমোদিত অঞ্চলে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য বিভাগ জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।
‘সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি) চলাচল অব্যাহত থাকবে।’ বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৬৬ দিনের ছুটি শেষে গত ১লা জুন সারাদেশে গনপরিবহন চালু করা হয়।
ঢা/আরকেএস