ঢাকা১৮ প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন না হওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ালো সরকার। চলমান ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেছিলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ঢা/কেএম
(Visited 450 times, 1 visits today)