নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্মাণ শিল্পের অন্যতম পথিকৃৎ বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক শোক বার্তায় রোববার (৩১ মে) এ তথ্য জানানো হয়েছে।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শিল্পপতি আব্দুল মোনেম খান আজ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢা/ এনএইচ/
(Visited 16 times, 1 visits today)