ঢাকা১৮ ডেস্ক: বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকে কেন্দ্র করে মামলার শুনানিতে তুমুল বাগ-বিতণ্ডায় জড়ালেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা।
সোমবার (৯ নভেম্বর) বিচার ট্রাইব্যুনাল-১ এ বুয়েটছাত্র মো. গালিব এবং সাখাওয়াত ইকবাল অভিকে জেরা করা নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুঞা এবং আসামি নাজমুস নাজমুস সাদাত, হোসেন মোহাম্মদ তোহার আইনজীবী রেজাউল ইসলামের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পরে আসামি পক্ষের অন্য আইনজীবীরাও তাতে জড়ান।
গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। মামলার আসামিরাও সবাই বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মী।
আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন। তিন আসামি পলাতক রয়েছেন।
ঢা/আইএইচই